thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ-ব্র্যাকের দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০২৩ জুন ২৮ ১৩:১৩:১২
মিনিস্টার-মাইওয়ান গ্রুপ-ব্র্যাকের দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর

দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্প্রতি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং ব্র্যাক এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। গুলশান ২ এ অবস্থিত মিনিস্টার গ্রুপের হেড অফিসে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এসময় মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপটির এক্সিকিউটিভ ডিরেক্টর মো: সামসুদ্দোহা শিমুল, এইচ আর এন্ড এডমিন বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান, হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া, এইচ আর এন্ড এডমিন বিভাগের ট্রেইনার জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অপারেশন্স ম্যানেজার দেবাংশু ঘোষ, ডেপুটি ম্যানেজার সাদমান রাফিদ ফাগুন, ম্যানেজার এম মাহজুজ আলী, এমপ্লয়মেন্ট অফিসার মীর হামিদুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য যে, নতুন এই চুক্তিটির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি নতুন কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর