thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

এনএসএ’র সকল গোয়েন্দাগিরির নির্দেশ দেননি ওবামা : কেরি

২০১৩ নভেম্বর ১২ ২০:৫৬:১৪
এনএসএ’র সকল গোয়েন্দাগিরির নির্দেশ দেননি ওবামা : কেরি

দিরিপোর্ট২৪ ডেস্ক : সারাবিশ্বে যখন ফোনে আড়িপাতার ঘটনায় মার্কিন গোয়েন্দাগিরির বিপক্ষে নিন্দার ঝড় উঠেছে তখনই ওবামার পক্ষে সাফাই গাইলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এনএসএ’র (জাতীয় গোয়েন্দা সংস্থা) চালানো সকল গোয়েন্দা কার্যক্রমের নির্দেশ দেননি ওবামা বলে মন্তব্য করেছেন তিনি। খবর দ্যা গার্ডিয়ানের।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, ‘বিশ্বনেতাদের বোঝা উচিত মার্কিন গোয়েন্দাগিরির যে সকল তথ্য ফাঁস হয়েছে তার সবগুলো বারাক ওবামার (মার্কিন প্রেসিডেন্ট) নির্দেশে হয়নি।’

তিনি বলেন, ‘বাইরের দেশগুলোর বোঝা উচিত প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সকল বিষয় তদারকি করেন না।’

বাইরের দেশগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে কেরি বলেন, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি আমরা প্রত্যেকের গোপনীয়তা ও অধিকার রক্ষার্থে একটি উপায় বের করার চেষ্টা করছি। এটি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু কারো ব্যক্তিস্বাতন্ত্র্যতায় আঘাত করবে না।’

সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন ও গার্ডিয়ান পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় এনএসএ’র ফোনে আড়িপাতার যে তথ্য ফাঁস হয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

কেরি বলেন, ‘প্রেসিডেন্ট সকল কার্যক্রম পুনঃপর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। জনগণের বোঝা উচিত এ সকল কাজের নির্দেশ প্রেসিডেন্ট দেননি। এগুলো অনেক দিন ধরে ঘটেছে।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে ইরানের সঙ্গে পরমাণু আলোচনার অগ্রগতি সম্বন্ধে প্রশ্ন করা হলে কেরি জানান, একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর