thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাকা ছেড়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার মার্টিনেজ

২০২৩ জুলাই ০৩ ১৯:৪২:৩৮
ঢাকা ছেড়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার মার্টিনেজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:১১ ঘণ্টার সফর শেষে কোলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।

সংক্ষিপ্ত সময়ের এই সফরে এমিলিয়ানোকে সম্মাননা জানানো হয় তাকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ের ভেতর। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফী বিন মোর্ত্তজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

সেখানে ম্যাশের দুই সন্তানকে নিজের স্বাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই।

পাশাপাশি ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ‘বাজপাখির’ একটি মুর‍্যাল।

ফান্ডেড নেক্সটের কার্যালয় থেকে বেরিয়ে মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সি তিনি উপহার দেন।

এর আগে সোমবার ভোর ৫টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এমিলিয়ানো। উপমহাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকা থেকে সরাসরি কোলকাতায় যাবেন তিনি।

ভারতে তিনদিন থাকবেন বিশ্বকাপজয়ী এই তারকা। সেখানে বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর