thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়:  তথ্যমন্ত্রী 

২০২৩ জুলাই ০৩ ১৯:৪৩:৫২
বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়:  তথ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। আমরা মনে করি বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নাই।

সোমবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের এক সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নাই মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের (বিএনপির) অগ্নিসন্ত্রাস বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে বিধায় তারা এখন অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহৃত হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশে আমরা জঙ্গি দমন করতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে কিছু কৌতুকের জন্ম দিয়েছে। তাদের কোনো জনভিত্তি নাই, তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়িতেই ব্যস্ত। জনগণের সঙ্গে তাদের কোনো সংশ্রব নেই।

নুরের সঙ্গে আমাদের দলের কোনো যোগাযোগ নাই দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রেজা কিবরিয়া তো অনেক কথাই বলেছেন, আবার নুরও রেজা কিবরিয়া সম্পর্কে অনেক কথাই বলেছেন। নুরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তো নানা সময়ে নানাজন করেছে। আমাদের দলের সঙ্গে নুরের কোনো যোগাযোগ নাই। ড. হাছান মাহমুদ আরও বলেন, নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন- নুর ইসরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে বৈঠক করেছে অন্তত তিনবার। সেটার কোনো কার্যকর প্রতি উত্তর নুরের কাছ থেকে আসে নাই। নুর এবং রেজা কিবরিয়ার সাম্প্রতিক বাহাস জনগণ উপভোগ করছে। এগুলকৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়।

সভায় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলী সরকারসহ অনেকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর