thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সেলিম প্রধানকে জামিন দেননি চেম্বার জজ আদালত

২০২৩ জুলাই ০৫ ২০:০৫:০৫
সেলিম প্রধানকে জামিন দেননি চেম্বার জজ আদালত

দ্য রিপোর্ট প্রতিবেদক:দুদকের মামলায় সাজাপ্রাপ্ত ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকে জামিন দেননি চেম্বার জজ আদালত।

বুধবার (৫ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

এ সময় আদালত সেলিম প্রধানের জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আগামী ৭ আগস্ট জামিন আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে, হাইকোর্টে জামিন না পেয়ে গত সোমবার সেলিম প্রধান আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। পরে গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক।

গত ৩০ এপ্রিল এই মামলায় সেলিম প্রধানকে ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁইয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর