thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নৌকায় ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত:  আরাফাত 

২০২৩ জুলাই ০৬ ১৬:৩৫:৪৮
নৌকায় ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত:  আরাফাত 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে বসে আছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মানিকদি কালিবাড়ী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ. আরাফাত বলেন, আমরা নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি শান্তিপূর্ণ রাখব। নির্বাচনের পরিবেশ সঠিক থাকলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সবাই বৃহত্তর আওয়ামী লীগ পরিবারের সদস্য। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।

তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যে লড়াইয়ের মধ্যে আছি। আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। এ নির্বাচনে আমরা স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

এ. আরাফাত বলেন, আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। তাদেরকে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে এবং নৌকাকে বিজয়ী করার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনও আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। ষড়যন্ত্র, চক্রান্ত ও বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। আওয়ামী লীগ যখনই পরাজিত হয়েছে তখনই বাংলাদেশ পিছিয়ে গেছে। আওয়ামী লীগ যখনই জয়ী হয়েছে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা এগিয়ে গেছি।

এ সময় মানিকদি কালিবাড়ী এলাকার ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর