thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শিগগিরই চূড়ান্ত আন্দোলন ঘোষণা:  মির্জা ফখরুল

২০২৩ জুলাই ০৬ ১৬:৪৯:১১
শিগগিরই চূড়ান্ত আন্দোলন ঘোষণা:  মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত আন্দোলন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা ছাড়া কোনো ফরম্যাটেই ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপ হবে না।

তিনি বলেন, বিএনপির জন্য এ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আবারও পাতানো নির্বাচনের পায়তারা করছে আওয়ামী লীগ। তাই সরকার পতনে বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে। শিগগিরই চূড়ান্ত আন্দোলন ঘোষণা দেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠার দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এর আগে, বিকেল সোয়া ৩টায় ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত রয়েছেন।

এ ছাড়া জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর