thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

এশিয়ান অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর

২০২৩ জুলাই ১৩ ১৭:২৬:২৯
এশিয়ান অ্যাথলেটিকসের সেমিতে ইমরানুর

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গত ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে লাল সবুজের পতাকা উড়িয়েছিলেন তিনি। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট।

বৃহস্পতিবার (১৩ জুলাই) থাইল্যান্ডের ব্যাংককে হিটে ৩ নম্বর লেনে ছিলেন বাংলাদেশের ইমরানুর। তার হিটে তিনি ১০.২৫ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হয়েছেন। যার সুবাদে সেমিতে উঠে স্বর্ণ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই অ্যাথলেট। দেশে জাতীয় পর্যায়ে ইমরানের সেরা টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু থাইল্যান্ড থেকে জানান, ‘ইমরান জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে।’

ইমরানের ওপর ভালো কিছু প্রত্যাশা করছে অ্যাথলেটিকস ফেডারেশন। আব্দুর রকিব মন্টু আরও জানান, ‘ইমরান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও সে ভালো পারফর্মার, এটাও প্রমাণ করছে।’

উল্লেখ্য, এশিয়ান অ্যাথলেটিক্সে এর আগে কখনোই সেমিফাইনালে ওঠেনি বাংলাদেশ। সেই পথের দ্বারটা উন্মোচন করলেন ইমরান। আগামীকাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশ পদকের লড়াইয়ে নামবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর