thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সোনালী ব্যাংক ও জীবন বীমার মধ্যে চুক্তি

২০২৩ জুলাই ১৪ ১০:১৫:১৭
সোনালী ব্যাংক ও জীবন বীমার মধ্যে চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে জীবন বীমা করপোরেশনের গ্রাহকরা এখন অনলাইনে ঘরে বসেই সব ধরনের ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং অন্যান্য ফি-চার্জ পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং জীবন বীমা করপোরেশনের মধ্যে এক চুক্তি সই হয়।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী এবং জীবন বীমা করপোরেশনের পক্ষে জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) মো. আবু কাউছার জলিল চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মো. মনিরূজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, জীবন বীমা করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর নুর মোহাম্মদ, আবু আবেদ মুহাম্মদ শোয়াইবসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর