thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি:  আইনমন্ত্রী 

২০২৩ জুলাই ১৪ ১৪:০৮:২৭
আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি:  আইনমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আবারও সংবিধান অনুযায়ী হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 'বিএনপির নেতারা অনেক কথাই বলতে পারেন। আমরা সংবিধান মেনে চলি। বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। এ সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা সংবিধান মানে না, তারা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলা তাদের জন্য আমার মনে হয় সঠিক না।'

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি। তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই সংবিধান উপহার দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব।’ তিনি আরও বলেন, বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। শেখ হাসিনা পরিকল্পনা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য। তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। সেই যাত্রায় আপনারা সকলেই সহযাত্রী হবেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর