thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

অক্টোবরে  ফ্রান্সে রোডশো করবে  বিএসইসি

২০২৩ জুলাই ১৫ ১৩:৫১:১০
অক্টোবরে  ফ্রান্সে রোডশো করবে  বিএসইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এবার ইউরোপের দেশ ফ্রান্সে রোড’শো করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী অক্টোবর মাসে ফ্রান্সের দুটি শহরে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী ফ্রান্সে বাংলাদেশ বিজনেস সামিটের অনুমতি দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিস এবং ১৮ অক্টোবর তুলুজ শহরে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১টা পর্যন্ত চলবে সম্মেলন। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ও দেশটির বিনিয়োগকারীরা যোগ দেবেন।

ফ্রান্সের এই সামিটে বিএসইসির সঙ্গে আয়োজক হিসবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এছাড়াও পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করেছে বিএসইসি। এর আগে দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যে,কাতার এবং জাপানে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। এছাড়া সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/১৫ জুলাই,২০২৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর