thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ

২০২৩ জুলাই ১৫ ১৩:৫৬:৩৮
দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৫৪ শতাংশ।সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ২৮ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ৪ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১১.৮১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর