thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সরকারের পদত্যাগের জন্য গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে: রিজভী

২০২৩ জুলাই ১৬ ১৯:০৬:৫৫
সরকারের পদত্যাগের জন্য গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে: রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক:ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এই ‘অবৈধ’ সরকারের পদত্যাগের জন্য গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৬ জুলাই) দুপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি সফলের লক্ষ্যে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষক, শ্রমিক ও ছাত্ররা জেগে উঠেছে। সর্বোপরি গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে। এই অবস্থার অবসান ঘটাতেই হবে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। এ জন্য আজকে গোটা জাতি একেবারে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তিনি বলেন, কয়েক মাস পর নির্বাচন। দেশের জনপদের পর জনপদ, এলাকার পর এলাকায় তারা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করছে। হাতের কব্জি কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, এই রক্তাক্ত ভয়াবহ সন্ত্রাসী পরিকাঠামোর মধ্যে তারা একটি ভয়াল নির্বাচন করতে চায়। যেখানে ভোটাররা যাবে না, সাধারণ মানুষ যাবে না, ভোট দিতে তারা ভয় পাবে একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করতে চায়।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোাকন, কৃষকদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর