thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিবন্ধন পাচ্ছেনা  গণঅধিকার পরিষদ,এবি পার্টি সহ ১০ দল

২০২৩ জুলাই ১৬ ১৯:০৮:৪০
নিবন্ধন পাচ্ছেনা  গণঅধিকার পরিষদ,এবি পার্টি সহ ১০ দল

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিবন্ধনের জন্য নতুন দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দল দুটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। সংক্ষিপ্ত তালিকার ১২টি দল থেকে এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ ১০ দল বাদ গেছে।

সংক্ষিপ্ত তালিকায় ১২টি দলকে রাখা হয়েছিল। দলগুলো হচ্ছে: এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্র্যাটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

তবে ১০টি দলের নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যের সাথে মাঠের তথ্যের মিল না পাওয়ায় ২ দলকে বাদ দেওয়া হয়েছে। নতুন দুটি দলের বিষয়ে আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে নেত্রকোণা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল হবে ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই। আর প্রার্থিতা প্রত্যাহার ৩১জুলাই। ভোটগ্রহণ হবে আগামী ২ সেপ্টেম্বর। ভোট হবে ব্যালটে কিন্তু সিসি ক্যামেরা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর