thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

তাসকিন ঝড়ের পর সিলেটে বেরসিক বৃষ্টি

২০২৩ জুলাই ১৬ ১৯:২৮:৩৯
তাসকিন ঝড়ের পর সিলেটে বেরসিক বৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক:আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে শুরুতেই বল হাতে ঝড় তুলেন বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতে ব্যাক টু ব্যাক ওভারে জোড়া আঘাত হেনে সফরকারীদের চেপে ধরেন দেশসেরা এই পেসার। এরপর অষ্টম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। তবে বাঁহাতি এই স্পিনার মাত্র ২ বল করার পরেই শুরু হয়েছে বেরসিক বৃষ্টি। যে কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। তৃতীয় উইকেট জুটিতে দুই অপরাজিত ব্যাটার ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী প্রত্যেকে ১১ রানে অপরাজিত আছেন। তাদের ব্যাটে ভর করে চাপ সামলে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণের ইঙ্গিত দেন উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ।

প্রথম ওভারের চতুর্থ বলেই ডাউন দ্য উইকেট এগিয়ে এসে তাসকিনকে ছক্কা হাঁকান গুরবাজ। পরের বলে শর্ট লেংথ থেকে আবার তুলে মারতে গেলে বল ওঠে খাড়া ওপরে। অফ সাইড থেকে ফিল্ডাররা এগিয়ে এলেও তাসকিন না করে দেন, নিজের বলে নিজেই ক্যাচ ধরেন তিনি। ফলে প্রথম ওভারেই বিদায়ের আগে ৫ বলে ৮ রান করেন গুরবাজ।

এরপর বোলিংয়ে আসেন একাদশে ফেরা পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় ওভারে তিনি মাত্র ২ রান দিয়ে সফরকারীদের চাপে ফেলেন। ফলে তৃতীয় ওভারে আবার তাসকিনের ওপর চড়াও হন আফগান ব্যাটাররা। প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করেন বিধ্বংসী ব্যাটার জাজাই। কিন্তু রান তুলতে তাড়া-হুড়া করতে গিয়ে নিজের বিপদই ডেকে আনেন এই ওপেনার।

ওই ওভারে তাসকিনের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে গুডলেংথে ছিল। যে কারণে লাফিয়ে ওঠা বলে হজরতউল্লাহ জাজাই খেলবেন কিনা তা ভাবতে ভাবতেই খোঁচা দিয়ে বসেন। যার সুবাদে উইকেটের পেছনে বাকি কাজটি সহজেই করেন লিটন দাস। তাতে নিজের টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান তাসকিন।

ইনিংসের শুরুতেই আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হলেও চাপের বৃত্ত ভাঙতে পারেনি সফরকারী ব্যাটাররা। তাদের এমন চাপে রেখে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ, ঠিক তখনই বৃষ্টির হানা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর