thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

আহ্ছানউল্লা ইউনিভার্সিটতে বিআইসিএমের সেমিনার

২০২৩ জুলাই ১৬ ২২:১৫:০১
আহ্ছানউল্লা ইউনিভার্সিটতে বিআইসিএমের সেমিনার

দ্য রিপোর্ট প্রতিবেদক:আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থীদের নিয়ে ‘ইমপ্লিকেশনস অফ ডাটা সাইন্স ইন বিজনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও এইউএসটি যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

আজ (রোববার) ঢাকার তেজগাঁও এ অবস্থিত এইউএসটি এর ভিসি সেমিনার হলেেএটি অনুষ্ঠিত হয়েছে।

সাফায়েদুজ্জামান খানের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউএসটি এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফজলে ইলাহী।

এসময় অন্যান্যের মধ্যে এইউএসটি এর বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ মো. মাশেহদুল ইসলাম, এইউএসটি এর স্কুল অব বিজনেস এর প্রধান অধ্যাপক ড. এসএম শফিউল আলম, বিআইসিএম এর সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খানসহ এইউএসটি এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ-কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম এর আয়োজন করে থাকে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর