thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে:  রিটার্নিং কর্মকর্তা 

২০২৩ জুলাই ১৭ ১৯:১০:০৫
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে:  রিটার্নিং কর্মকর্তা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান।

সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, একজন প্রার্থী কেন্দ্রটিতে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের বাইরে নিয়ে যায়।

এর আগে, বিকেল ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে একদল লোক হিরো আলমের ওপর হামলা করে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঁইয়া।

এর আগে, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর