thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ১৪.০৪ শতাংশ

২০২৩ জুলাই ১৮ ১১:৪২:৪৭
গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ১৪.০৪ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪.০৪ শতাংশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অর্ধবার্ষিক বা ছয় মাসে গ্রামীণফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪.৬২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১২.৮২ টাকা। সেহিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১.৮০ টাকা বা ১৪.০৪ শতাংশ বেড়েছে।

এদিকে দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৮৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৬.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ২.০২ টাকা বা ২৯.৬২ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৩৪ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২০.১৫ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর