thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিনা কারণেই বাড়ছে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারের দর

২০২৩ জুলাই ১৮ ১১:৪৪:২৪
বিনা কারণেই বাড়ছে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারের দর

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জুলাই) ডিএসই ও সিএসই সূত্রে এমন তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৬ জুলাই ডিএসই ও সিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। ওই নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে গত ৬ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। ১৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৫.১০ টাকায় উন্নীত হয়। এভাবে অস্বাভাবিক শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর