thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

যুক্তরাষ্ট্রের সাবমেরিনের জবাবে উত্তর কোরিয়ার  দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

২০২৩ জুলাই ১৯ ১২:০২:৩৩
যুক্তরাষ্ট্রের সাবমেরিনের জবাবে উত্তর কোরিয়ার  দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে একটি মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন পৌঁছায়। এর কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া পূর্ব দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

আজ বুধবার ভোরে দেশটির পূর্ব দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্রই জাপানের অন্যতম অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল বলে মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) উত্তরকে এই ধরনের উৎক্ষেপণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, আমরা উত্তর কোরিয়ার ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে গুরুতর উস্কানিমূলক কাজ হিসেবে নিন্দা জানাই। এটি কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া এ ধরনের কার্যক্রম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

এদিকে মার্কিন সামরিক বাহিনী বলছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে সচেতন। এ নিয়ে তারা তাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে পরামর্শ করছে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকির সৃষ্টি করে বলে মনে হয় না, তবে ঘটনাগুলো উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবকে তুলে ধরে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার (৩১ মাইল) উঁচুতে ওঠে এবং ৫৫০ কিলোমিটারের পথ অতিক্রম করে। দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

তিনি বলেন, জাপান কূটনৈতিকদের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

উত্তর কোরিয়া সর্বশেষ হাওয়াসং-১৮ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পিয়ংইয়ং জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রতিপক্ষদের জন্য এটি একটি সতর্কতা ছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর