thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আর কাউকে ছাড় দেওয়া হবে না:  মির্জা আব্বাস

২০২৩ জুলাই ১৯ ১৩:২৩:৫৫
আর কাউকে ছাড় দেওয়া হবে না:  মির্জা আব্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘তারা বিশৃঙ্খলা করতে চায়, কিন্তু ছেড়ে দেওয়ার দিন শেষ। আর কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল সারাদেশে বিএনপির পদযাত্রার অত্যাচারের জবাব দেওয়া হবে।

বুধবার (১৯ জুলাই) সকালে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে বিএনপির পদযাত্রার আগে আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের সংবিধানের বাহিরে বিএনপিও একচুল যেতে চায় না, কিন্তু খায়রুলের কাঁটাছেড়া সংবিধান মানি না। ’

সমাবেশের পর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে পদযাত্রা শুরু করে বিএনপি। এটি শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে।

বিএনপির এ পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) ছিল বিএনপির দুদিনব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন। ওইদিন দলটির নেতাকর্মীরা গাবতলী থেকে পুরান ঢাকার রায় সাহেবের বাজার পর্যন্ত পদযাত্রা করে। এতে সরকারবিরোধী সমমনা দল ও জোটগুলো সংহতি জানিয়ে অংশ নেয়।

প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনও বিএনপির সমমনা দল ও জোটগুলোর পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবে। এরমধ্যে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে লেবার পার্টি ও পুরানা পল্টন মোড় থেকে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পদযাত্রা করবে।

দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়ামের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, একই জায়গা থেকে বিকেল ৪টায় পদযাত্রা করবে ১২ দলীয় জোট। বিকেল ৩টায় গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে। একই সময়ে কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে এলডিপির পদযাত্রা শুরু হবে।

এদিকে গতকালের মতো আজও তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সমাবেশের পর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই সমাবেশে বক্তব্য দিতে পারেন। বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শোভাযাত্রা বের করবে।

এর আগে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এদিকে কর্মদিবসে আওয়ামী লীগ ও বিএনপির মতো বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল তীব্র যানজট দেখা যায়। এতে জনভোগান্তি চরম রূপ নেয়। গতকালের মতো আজও ঢাকার সড়কগুলোতে একই চিত্র দেখা যেতে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর