thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে  বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নির্বাচনী কার্যালয়ে ভাংচুর

২০২৩ জুলাই ১৯ ২১:০৮:৫৮
চট্টগ্রামে  বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নির্বাচনী কার্যালয়ে ভাংচুর

দ্য রিপোর্ট প্রতিবেদক:চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১০/১২টি যানবাহন ভাঙচুর করেন উভয় দলের নেতাকর্মীরা।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষ চলাকালেলালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিএনপি কর্মীরা। এই ঘটনায় নগরীর দামপাড়া লালখান বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এদিকে, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা নগরীর কাজীর দেউড়ি এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, নগর বিএনপি কার্যালয়ের সামনে উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। চট্টগ্রাম ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কর্মীরা অভিযোগ করেছেন, পদযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা আমাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

নগর বিএনপি’র আহ্ববায়ক ডা. শাহাদাত হোসেন জানান, ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা বিনা উস্কানিতে নগর বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এদিকে উভয় পক্ষেরসংঘর্ষের ঘটনায় প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১০/১২টি যানবাহন ভাঙচুর হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর