thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী 

২০২৩ জুলাই ২০ ১৯:৫৩:৫৭
মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর শীর্ষক প্রকল্পের আওতায় নব-নির্মিত ৭২ কিলোমিটার ট্রেন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুঃশাসন ও অপকর্মের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করে মানুষ। বিএনপি সন্ত্রাসী দল; ধ্বংস করা, আগুন নিয়ে পুড়িয়ে মারা হলো বিএনপির আন্দোলন। মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে।

তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাই দেশের জনগণ ২০০৮ সালে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ২৯টি আসন পাওয়া বিএনপি ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে ২৯টি স্থানে ট্রেনে আগুন দিয়েছে।

সরকারপ্রধান বলেন, সন্ত্রাসী বিএনপি-জামায়াতের বিষয়ে দেশের জনগণকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, হত্যা ক্যুর মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসছিল তারা দেশকে পিছিয়ে দিয়েছে। বিএনপির ধ্বংস আর সন্ত্রাসের পরও পুরো দেশকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে সরকার কাজ করছে। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণাঞ্চলে রেললাইন সম্প্রসারণে সরকার কাজ শুরু করেছে।

বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে ধরে ধরে কঠোর সাজা নিশ্চিত করতে হবে।

সরকারপ্রধান বলেন, বিদেশি উন্নয়ন সহযোগীদের বাধা উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন তিনি। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর ফলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর