thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি উদ্ভট ও অযৌক্তিক দাবি করে যাচ্ছে:  ওবায়দুল কাদের

২০২৩ জুলাই ২০ ২০:০২:০০
বিএনপি উদ্ভট ও অযৌক্তিক দাবি করে যাচ্ছে:  ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপিকে সংবিধান মেনে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি অদ্ভুত, উদ্ভট ও অযৌক্তিক দাবি করে যাচ্ছে, তারা নির্বাচনে জেতার নিশ্চয়তা চায়।

বৃহস্পতিবার ( ২০ জুলাই) দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক, সেতু ভবনে তার সঙ্গে দেখা করতে গেলে, সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি জানান, আগামী নির্বাচন কেমন হবে, বিরোধীদলের ভূমিকা কী হবে-জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

ওবায়দুল কাদের বলেন- আওয়ামী লীগের দফা এক- সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার নির্বাচন পরিচালনা করবে বলে আবারো জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, একসময় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও এখন প্রতিষ্ঠানটি স্বাধীন এবং আগের চেয়ে অনেক শক্তিশালী। সহিসংতার উস্কানি দিয়ে বিএনপি অশান্তির পথেই আগাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর