thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভিয়েনা কনভেনশন মেনে চলুন:  তথ্যমন্ত্রী

২০২৩ জুলাই ২০ ২০:১৩:২৫
ভিয়েনা কনভেনশন মেনে চলুন:  তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক এমপি প্রার্থীর (হিরো আলম) ওপর হামলায় ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে দলবদ্ধ হয়ে বিবৃতি দিয়েছেন, তাতে তারা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিবৃতি রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। তাদের বলবো, ভিয়েনা কনভেনশন নীতিমালা মেনে চলার।

ভারতে বা পাকিস্তানে কোনো সহিংসতা হলে তো তাদের বিবৃতি দিতে দেখা যায় না।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল আর সুশীল সমাজ তাদের প্রলুব্ধ করে। রাষ্ট্রদূতদের যারা প্রভাবিত করে তারাই এ ক্ষেত্রে দায়ী।

তথ্যমন্ত্রী বলেন, ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট যে, তারা সহিংসতার রাজনীতি করতে চায়, যা তারা শুরুও করেছে। তবে সরকার তাদের কঠোর হস্তে দমন করবে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের সহিংসতা প্রতিরোধ করতে মাঠে থাকবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর