thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

দলে ফিরছেন সাইলেন্ট কিলার?

২০২৩ জুলাই ২০ ২০:৪১:০০
দলে ফিরছেন সাইলেন্ট কিলার?

দ্য রিপোর্ট প্রতিবেদক:

বাংলাদেশের ক্রিকেটে একসময় অন্যতম ভরসার নাম ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। ছিল বলার কারণ তিনি বর্তমানে দলে যে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন। ভারত বিশ্বকাপে তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। এরই মধ্যে গতকাল মিরপুরে অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন সবার একটাই প্রশ্ন দলে ফিরছেন সাইলেন্ট কিলার?

মিরপুরে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দলে মাহমুদউল্লাহ থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি।"

এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মূল স্কোয়াডে তার দলে থাকাটা অবশ্য নির্ভর করছে নির্বাচকদের উপর সেটি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

এদিকে তামিম ইকবাল ইস্যুতে জালাল ইউনুস বলেন, "তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।"

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর