thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এবার ববি হাজ্জাজের সাথে  বৈঠক করবে বিএনপি

২০২৩ জুলাই ২১ ১৩:০৩:৩৮
এবার ববি হাজ্জাজের সাথে  বৈঠক করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক করবে বিএনপি নেতারা।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। বৈঠকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়ন, ভবিষ্যৎ করণীয় এবং বর্তমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এতে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ ছাড়া এনডিএমের পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর