thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল 25, ৮ বৈশাখ ১৪৩২,  ২৩ শাওয়াল 1446

নুর ও  রাশেদের মামলার প্রতিবেদন  ১১ সেপ্টেম্বর

২০২৩ জুলাই ২২ ১৮:৪৪:৩৯
নুর ও  রাশেদের মামলার প্রতিবেদন  ১১ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এবং তালা ভাঙার অভিযোগে দলটির (একাংশ) সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

শনিবার (২২ জুলই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এবং তালা ভাঙার অভিযোগে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় নুর ও রাশেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, বিল অনাদায় ও ভবনের মালিকানা নিয়ে হুমকিসহ বিভিন্ন কারণে কার্যলয়টি ছেড়ে দিতে নোটিশ দেয় জমির মালিক পক্ষ। এরপর ২০ জুলাই সকালে ভবনের মালিক মশিউর জামান কার্যালয়ে তালা দেন। কিন্তু সন্ধ্যায় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর