thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী

২০২৩ জুলাই ২৩ ১১:৫৯:২৯
ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫মিনিটের দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি।

ফ্লাইটটি দুপুরে ২টা ৫মিনিটের দিকে রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে অবতরণের কথা রয়েছে। পরে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সোমবার রোমে ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এবারের সফরে ইতালির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্যও অনুরোধ করবে ঢাকা। ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী ইতালীয় প্রতিষ্ঠান ইএনআইর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

তিনদিনের সফর শেষে আগামী ২৬ জুলাই দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর