thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মিনিস্টার গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন

২০২৩ জুলাই ২৩ ১৮:৫৫:২৬
মিনিস্টার গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক:গত ২২শে জুলাই অনুষ্ঠিত হলো মিনিস্টার আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা ২০২২-২০২৩(পুরুষ) এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট জনাব এম এ রাজ্জাক খান রাজ।

মিনিস্টার আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩ এর চূড়ান্ত পর্ব উদ্বোধনের সময় জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে, তার ভলিবলের বাছাই পর্ব আগামী ৮ সেপ্টেম্বর কক্সবাজারে শুরু হবে। আয়োজক হিসেবে বাংলাদেশও এই বাছাই পর্বে খেলার সুযোগ পাচ্ছে। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন’। পরে, তিনি আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় মিনিস্টার গ্রুপ এবং গ্রুপের চেয়ারম্যানকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকায় বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট জনাব এম এ রাজ্জাক খান রাজ বিশেষ অতিথির বক্তব্যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "আমি আশাবাদী যে এখান থেকে আমরা জাতীয় দলে খেলার জন্য প্লেয়ার পাবো যারা এশিয়া কাপ খেলবে এবং বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ"। তিনি আরও বলেন, "আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, মিনিস্টার গ্রুপ সবসময় ক্রীড়াবান্ধব একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সব খেলায় আমরা পাশে থাকি। বিশেষ করে ভলিবল খেলাটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমি এবং আমার প্রতিষ্ঠান কাজ করছে ভবিষ্যতেও কাজ করবে"।

উল্লেখ্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী গত মে থেকে জুন মাস পর্যন্ত ‘আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩’ এর আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এ পর্বে ৪৮টি জেলা অংশ নেয়। ২২ই জুলাই থেকে ২৭ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে ১৪টি জেলা দল অংশ নেবে। ২৭ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৪ জেলাঃ গ্রুপ-ক তে রয়েছে পঞ্চগড়, ঢাকা, কুমিল্লা ও বগুড়া জেলার দলসমূহ, গ্রুপ-খ তে রয়েছে চট্টগ্রাম, বরিশাল ও গাজীপুর জেলার দলসমূহ, গ্রুপ-গ তে রয়েছে দিনাজপুর, টাঙ্গাইল ও নড়াইল জেলার দলসমূহ এবং গ্রুপ-ঘ তে রয়েছে কুষ্টিয়া, রাজশাহী, পটুয়াখালী ও কিশোরগঞ্জজেলারদলসমূহ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর