thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক

২০২৩ জুলাই ২৫ ১০:০৮:৩০
পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পাসের বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রণিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে কোনো ব্যাংকের সিনিয়র অফিসার বা তদূর্ধ্ব কর্মকর্তা নিয়োগ কিংবা পদোন্নতি পেলে পরবর্তী উচ্চতর পদে যেতে ব্যাংকিং ডিপ্লোমা লাগবে না। তবে, এরপরের কোনো ধাপে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক গত ফেব্রুয়ারিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে সার্কুলার দেয়। সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার বা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ডিপ্লোমার উভয় পর্ব পাস বাধ্যতামূলক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার অথবা উচ্চতর পদে কর্মরত কর্মকর্তাকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগে ব্যাংকিং প্রফেশনাল এক্সিমে উত্তীর্ণ হতে হবে। তবে, সবশেষ সার্কুলার জারির আগে নিয়োগ বা পদোন্নতি পাওয়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন, পরবর্তী ধাপে পদন্নোতি পেয়ে অন্য ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সিমে উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও এ নীতিমালা অনুসরণ করতে হবে। তবে, বিভিন্ন বিভাগের কর্মকর্তা যদি জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে যোগ দিতে চান, সে ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সিমে উত্তীর্ণ হতে হবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর