thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কাঙ্ক্ষিত স্থানে সমাবেশের অনুমতি পায়নি  ইসলামী আন্দোলন বাংলাদেশ

২০২৩ জুলাই ২৭ ০০:২৯:৫২
কাঙ্ক্ষিত স্থানে সমাবেশের অনুমতি পায়নি  ইসলামী আন্দোলন বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি পায়নি চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৬ জুলাই) দলটির মহাসচিব ইউনুস আহমাদ এ তথ্য জানান।

তিনি জানান, উত্তর গেটে অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার পুরানা পল্টনের হাউজ বিল্ডিং গলিতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে হাউজ বিল্ডিং গলিতে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এই সড়কটি সমাবেশ করার উপযোগী নয়। অনিচ্ছা সত্ত্বেও সেখানে সমাবেশ করতে হচ্ছে।

অন্য দিকে, বিএনপি নয়াপল্টনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার মহাসমাবেশ করতে অনুমতি চেয়েছিল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বা সোহরাওয়ার্দীতে এই সমাবেশে পাল্টা সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগের তিন সংগঠন।

কর্মদিবসে রাস্তা আটকে সভা-সমাবেশ করা হলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, এ যুক্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আওয়ামী লীগ ও বিএনপিকে নয়াপল্টনে, দক্ষিণ গেটে বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এর ধারাবাহিকতায় অনুমতি পায়নি ইসলামী আন্দোলনও।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর