thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুই দলকেই শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি

২০২৩ জুলাই ২৭ ১৬:৩৪:৫৪
দুই দলকেই শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

এরমধ্যে বিএনপি নয়া পল্টনে ও আওয়ামী লীগের সংগঠনগুলো বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।

ডিএমপির শর্তে বলা হয়েছে, সমাবেশে কেউ কোনো প্রকার লাঠি বহন করতে পারবে না। এছাড়া মাইক রাখতে হবে নির্দিষ্ট সীমানার মধ্যে। সমাবেশে উস্কানিমূলক বক্তব্য না দেয়ার ব্যাপারেও শর্ত দেয়া হয়েছে।

এদিকে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর