thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অনুমতির পরেই চাঙ্গা হয়ে উঠেছে নয়াপল্টন

২০২৩ জুলাই ২৭ ১৭:২৭:১৯
অনুমতির পরেই চাঙ্গা হয়ে উঠেছে নয়াপল্টন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপিকে শুক্রবার নয়া পল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতির খবর শোনার পর পরই নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা। ফলে চাঙ্গা হয়ে উঠেছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশ। তবে বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে দেখা যায়, পার্টি অফিসের সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীরা আসলে তাদেরকে সরিয়ে দিতে দেখা গেছে। তবে যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি। সাজোয়া যান, রায়টকার নিয়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। সমাবেশ একদিন পিছিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মী তাদের তীর্থস্থান হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেউ কেউ ছবি তুলছেন।

এরআগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।

এ সময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেপ্তার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয় বিএনপি। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী যা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর