thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপির আহত নেতাকর্মীদের চিকিৎসায় বাঁধা দেওয়ার অভিযোগ

২০২৩ জুলাই ২৭ ১৭:২৮:৪২
বিএনপির আহত নেতাকর্মীদের চিকিৎসায় বাঁধা দেওয়ার অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা নিতেবাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে চিকিতসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের চিকিৎসা সেবা সহায়তা কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাবের চিকিৎসাসেবা সহায়তা কমিটির সদস্য সচিব ও ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক ডা. এম এ সেলিম, অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. শামসুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. কাজল, ডা. আরফান সোহেল, ডা. রিয়াজুল ইসলাম, ডা. এসএ মাহমুদ মুন্না, ডা. ইব্রাহিম রুমি বাবু, ডা. শাওন বিন রহমান, ডা. গালিব হাসান, ডা. রাফসান জানি আবির।

লিখিত বক্তব্যে ডা. মেহেদী হাসান বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রের মুক্তির জন্য মুক্তিকামী মানুষ আন্দোলন সংগ্রাম করে চলেছে। এই আন্দেলন সংগ্রামে অংশগ্রহণকারী জাতীয়তাবাদী সৈনিকদের বিনা উষ্কানিতে সরকারের আইনশৃঙ্খলা ও সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে। এই পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী অনেক নেতাকর্মী এই আক্রমণে নিহত হয়েছে এবং অনেকে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। আহত এসকল নেতাকর্মীর চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

একটি পেশাজীবী সংগঠন হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঘরে বসে থাকতে পারে না। এজন্য গণতন্ত্র মুক্তির আন্দেলনের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক আহত এ সকল নেতাকর্মীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে ১টি চিকিৎসা সেবা সহায়তা কমিটি গঠন করেছে এবং বিভাগীয় পর্যায়ে ও অনেক ক্ষেত্রে জেলা পর্যায়েও চিকিৎসা সেবা সহায়তা টিম তৈরী করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর