thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি ও আ.লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ আজ

২০২৩ জুলাই ২৮ ০৯:০০:০৮
বিএনপি ও আ.লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক তাদের অনুমতির কথা জানান। বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ এবং আওয়ামী লীগে তিন সহযোগী সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে।

এ উপলক্ষে তারা মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। অপেক্ষায় শান্তি সমাবেশের নেতাকর্মীরা আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে দলগুলো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত হচ্ছে মঞ্চও। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় পৌঁছেছে নেতাকর্মীরা।

সংগঠনের দায়িত্বশীল পর্যায়ের দাবি, ছয় থেকে সাত লাখ নেতাকর্মীর জমায়েত হতে পারে এই শান্তি সমাবেশে। মহাসমাবেশের জন্য প্রস্তুত বিএনপি আগামীকাল বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর নয়াপল্টন এলাকায়। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থল হাজির হচ্ছেন। এতে ভরে যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পল্টনের কার্যালয়ের সামনের রাস্তা ছেড়ে চলে যেতে বলা হয়। এরপর পরপরই বাঁশি দিয়ে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে দেখা গেছে কর্মরত পুলিশের সদস্যদের। পার্টি অফিসের সামনে থাকা মাইকে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পার্টির নির্দেশ মেনে চলতে হবে। রাস্তা ফাঁকা রাখতে হবে। পুলিশের কথা শুনতে হবে। আপনার যদি মহাসমাবেশ সফল করতে চান, আপনারা যদি দলের ভালো চান, রাস্তা ছেড়ে নিজ নিজ অবস্থানে চলে যেতে হবে। মাইকে আরও ঘোষণা করা হয়, আপনাদের কাছে দলের পক্ষ থেকে অনুরোধ করছি, আজকে দলের মহাসচিব অনুরোধ করেছেন—আপনাদের রাস্তা ছেড়ে দিতে হবে। রাস্তা ছেড়ে দিয়ে আপনারা নিজ নিজ অবস্থানে চলে যাবেন।

সময় সন্ধ্যা ৭টা পাঁচ মিনিট। হঠাৎ পুলিশ বাঁশি দিয়ে সবাইকে সরিয়ে দেন। সে সময় পুলিশকে বলতে শোনা যায়, আপনারা সবাই চলে যান। রাস্তা ফাঁকা করুন। গাড়ি চলতে অসুবিধা হচ্ছে। আমাদের দায়িত্ব পালন করতে দিন। পরে নেতাকর্মীরা তাদের অবস্থান থেকে সরে যেতে থাকেন। স্বাভাবিক হতে শুরু করে সড়ক। সাচ্ছন্দ্যে চলতে শুরু করে যানবাহন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর