thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ব্রড

২০২৩ জুলাই ৩০ ১০:১৮:২৬
ক্রিকেটকে বিদায় বলে দিলেন ব্রড

দ্য রিপোর্ট ডেস্ক:অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে শেষ টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে এ ঘোষণা দেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তথ্যটি জানিয়েছেন তারা। এই পোস্টে তারা ব্রডকে ধন্যবাদ জানান।

ব্রড ১৬৬ টেস্ট খেলে ৬০০ উইকেট নিয়েছেন। আর ১২১ ওয়ানডেতে ১৭৮ উইকেট সেইসাথে টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচ খেলে ৬৫ উইকেট আছে তার ঝুলিতে।

বয়স ৩৭ হলেও পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। অ্যাশেজে ইংলিশ বোলারদের মধ্যে ব্রডের উইকেট সবচেয়ে বেশি (১৫১) টি। এমনকি এবারের অ্যাশেজেও ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাঁর- ২০টি। কদিন আগে টেস্ট ইতিহাসের ৫ম বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে স্কাই স্পোর্টসকে ব্রড বলেছেন, 'আগামীকাল (রোববার) অথবা সোমবার ক্রিকেটে আমার শেষ দিন হবে। যাত্রাটা অসাধারণ ছিল। যতবার পেরেছি, ইংল্যান্ড ও নটিংহামের (তার কাউন্টি দল) প্রতিনিধিত্ব করেছি। এটা অনেক বড় সম্মানের।'

ব্রড আরও বলেছেন, 'ক্রিকেটকে যতটা ভালোবাসা সম্ভব, বেসেছি। এই সিরিজের অংশ হতে পারা চমৎকার ব্যাপার। আমি সবসময় চূড়ায় থেকে শেষ করতে চেয়েছি। এই সিরিজকে সবচেয়ে চমকপ্রদ ও চিত্তাকর্ষক মনে হয়েছে।'

সিদ্ধান্তটা হুটহাট নেননি বলেও জানিয়েছেন ব্রড। তিনি বলেন, 'এটা (অবসর) নিয়ে দুই সপ্তাহ ভেবেছি আমি। আমার মনে হয়েছে ইংল্যান্ড–অস্ট্রেলিয়া সিরিজ সবকিছুরই ঊর্ধ্বে। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ৮টায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমার দিক থেকে, দলের দিক থেকে এই লড়াই বেশ উপভোগ করেছি। বলতে পারেন অ্যাশেজের সঙ্গে আমার সম্পর্কটা প্রণয়ের মতো।'

ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৪৪ ম্যাচ খেলেছেন ব্রড। উইকেট নিয়েছেন ৮৪৫টি। দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি। টেস্টে ১৩টি ফিফটি আর একটি সেঞ্চুরি আছে তাঁর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর