thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

বিএনপি-পুলিশ সংঘর্ষে ১১ মামলা, আসামী প্রায় ৫০০

২০২৩ জুলাই ৩০ ১৭:২৭:১৬
বিএনপি-পুলিশ সংঘর্ষে ১১ মামলা, আসামী প্রায় ৫০০

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে ঘিরে শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ মুখে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলায় পুলিশ বাদি ও দুটির বাদি ভুক্তভোগী সাধারণ মানুষ।

রোববার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, বংশাল, সূত্রাপুর, কদমতলী থানায় একটি করে। যাত্রাবাড়ী থানায় দুটি, বিমানবন্দর থানায় একটি, উত্তরা পশ্চিম থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি প্রায় পাঁচ শতাধিক। ইতোমধ্যে মামলার তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও সেদিনের ঘটনার তথ্য নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর