thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোহরাওয়ার্দীতে  চলছে মঞ্চ প্রস্তুতের কাজ

২০২৩ জুলাই ৩১ ১২:৪৬:০২
সোহরাওয়ার্দীতে  চলছে মঞ্চ প্রস্তুতের কাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশি ও সরকার দলীয় হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিএনপির জনসমাবেশ আজ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিকেলে জনসমাবেশ করবে দলটি।

জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। ৪টি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে। লাগানো হচ্ছে মাইক। তবে এখনো নেতাকর্মী আসেনি।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

গত ২৯ জুলাই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি ও সরকার দলীয় হামলার প্রতিবাদে জনসমাবেশ করছে দলটি। ঢাকা ছাড়াও দেশের সকল জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, এনডিএম একই কর্মসূচি পালন করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর