thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপিকে  চুল পরিমান ছাড় নয়: নানক

২০২৩ আগস্ট ০১ ০১:২৪:১২
বিএনপিকে  চুল পরিমান ছাড় নয়: নানক

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ। বধুমাতাকে বরণের অপেক্ষার প্রহর গুনছে এই অঞ্চলের মানুষ। সব ঠিক থাকলে বুধবারের জনসভা রূপ নেবে জনসমুদ্রে। মাঠ থেকে সড়ক ঠাসা থাকবে মানুষে মানুষে। দশ লাখেরও বেশি মানুষের সমাগম হবে দেশনেত্রীর জনসভায় বলে তিনি দাবি করেন।

সোমবার (৩১ জুলাই) বিকেলে রংপুর নগরীর আরডিআরএস এর রোকেয়া মিলনায়তনে প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, আগামী দুই আগষ্ট রংপুওে আসছেন এখানকার বধুমাতা শেখ হাসিনা। এজন্য এই বিভাগের মানুষের মাঝে উচ্ছাস, আনন্দ কাজ করছে। আশায় বসে থাকা কৃষিভর উত্তরের মানুষের কষ্ট দূর হবে এই সফরে। বিপরীতে দেশকে পিছিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি।

উত্তরাঞ্চলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপি কোন কর্মসুচি দিলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে তাদের সবধরনের কর্মসুচি। চুল পরিমানের কোন ছাড় দেয়া হবেনা।

প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর