thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সুপার ওভারে দুর্দান্ত জয় সাকিবের দলের

২০২৩ আগস্ট ০১ ০১:৩৫:৪৬
সুপার ওভারে দুর্দান্ত জয় সাকিবের দলের

দ্য রিপোর্ট প্রতিবেদক: গল টাইটান্স আর ডাম্বুলা অরার নাটকীয় ম্যাচ। আর এতে সুপার ওভারে সাকিবের এলপিএল অভিষেকটা হল সরণীয়। সুপার ওভারের দুর্দান্ত জয় পায় সাকিব আল হাসানের গল টাইটান্স।

১৮১ রানের লক্ষ্যটা বেশ বড় ছিল ডাম্বুলা অরার জন্য। সেই লক্ষ্যে শুরুতেই ধাক্কা খেয়ে বসে তারা। প্রথম ওভারে রাজিথার বলে বিদায় নেন অভিস্কা ফার্নান্দো। পরের ওভারেই বিদায় নেন ক্যাপ্টেন কুশল মেন্ডিস। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়লে দলকে টেনে তোলেন ধনাঞ্জয়া সিলভা ও কুসাল পেরেরা! ৭৬ রানের পার্টনারশিপ ভাঙে কুশাল পেরেরা ২৫ বলে ৪০ রানে বিদায় নিলে। এরপর আরেক সেট ব্যাটার সিলভাকে ৪৩ রানে বিদায় দেন শানাকা।

এদিন দারুন বোলিং করেন সাকিব। সাদিরা সামারাউইক্রামার উইকেট তুলে নেন, বেশ কিপ্টে ছিলেন বল হাতে। ২৫ রান খরচ করেন ৪ ওভারে। শেষ দিকে হেইডেন কের এর ব্যাটে অবশ্য জমে ওঠে ম্যাচ! জয়ের জন্য শেষ ওভারে যখন প্রয়োজন ছিল ১৬ রান তখন ব্যাট করছিলেন এলেক্স রস। রাজিথার ওভারে সংগ্রহ করেন ১৫ আড় তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। ৪ বল হাঁতে রেখেই সুপার ওভারে ম্যাচ জিতে নেয় সাকিবের গলে টাইটান্স।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর