thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

গোল খরা যেন কাটল সিআর সেভেনের

২০২৩ আগস্ট ০১ ১৩:২৯:২২
গোল খরা যেন কাটল সিআর সেভেনের

দ্য রিপোর্ট ডেস্ক:ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো যেন ভুলে গিয়েছিলেন গোল করতে। বয়সের ভারে নুয়ে পড়া রোনালদোর এখানেই শেষ দেখছিলেন আলোচক-সমালোচকরা। প্রাক-মৌসুমে ও প্রীতি ম্যাচ মিলিয়ে ৬ ম্যাচ খেলেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। এর মধ্যে এক জয়ের বিপরীতে দুটিতেই হেরেছে তারা। আর ড্র করেছে তিন ম্যাচে। কিন্তু কোনোটিতেই গোলের দেখা পাননি রোনালদো।

অবশেষে সেই গোল খরা যেন কাটল সিআর সেভেনের। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে দারুণ এক হেডে গোল করেন তিনি। এতে তার দল ৪-১ গোলে জিতেছে।

এই গোলের মাধ্যমে নতুন এক ইতিহাসের সাক্ষী সিআর সেভেন। টানা ২২ মৌসুমে গোল করার অনন্য কীর্তি এই পর্তুগিজের। সেই সঙ্গে হেডে সর্বাধিক গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। হেডে সব মিলিয়ে ১৪৫ গোল করেছেন তিনি।

এই রেকর্ড গড়তে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে ১৪৪ গোল করেছেন।

চ্যাম্পিয়নস কাপে আল নাসরের প্রথম জয় এটি। এর আগে, গত শুক্রবার সৌদি ক্লাব আল শাবাবের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আল নাসর।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রোনালদোর দল। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব। তৃতীয় স্থানে থাকা মিসরীয় ক্লাব জামালেকের পয়েন্ট ৩। দুই ম্যাচের দুটিতেই হেরেছে মোনাস্তির।

ম্যাচের ৪২তম মিনিটে গোল করে আল নাসর এগিয়ে গেলেও ৬৬তম মিনিটে ম্যাচে আত্মঘাতী গোলের খেসারত হিসেবে সমতা আসে ম্যাচে। এরপর ৭৪তম মিনিটে গোল দিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর আল নাসর আরও দুই গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর