thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আওয়ামী লীগ সন্ত্রাস করে টিকে থাকতে চায়: মির্জা ফখরুল

২০২৩ আগস্ট ০১ ১৭:১৮:৩০
আওয়ামী লীগ সন্ত্রাস করে টিকে থাকতে চায়: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। তারা সন্ত্রাস করে টিকে থাকতে চায়।

মঙ্গলবার ( ১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকায় অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ থানা বিএনপির মানববন্ধন এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ১৭৩ দিন হরতাল করেছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছে।

আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী বলে রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ভদ্রতা আশা করা যায় না। নির্দলীয় সরকারের দাবি থেকে দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে। আওয়ামী লীগ জনগণের জেগে ওঠায় প্রচন্ডরকম ভয় পেয়ে অন্য পথে যাবার চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়সঙ্গত আন্দোলনের মধ্যদিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে।

সংকট নিরসনের একমাত্র পথ সরকারের পদত্যাগ করা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলনের পর আরো আন্দোলন হবে, উত্তাল তরঙ্গের মাধ্যমে সরকারকে হটানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর