thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মিছিলের নগরী রংপুর, ভরে গেছে জনসভাস্থল

২০২৩ আগস্ট ০২ ১৪:২০:৫৬
মিছিলের নগরী রংপুর, ভরে গেছে জনসভাস্থল

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের বিভাগীয় জনসভা উপলক্ষে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। জেলা স্কুল মাঠে বেলা ২ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভার কার্যক্রম। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন।

এদিকে জনসভা ঘিরে সকাল ৯ টার আগে থেকেই রংপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেছেন। এরইমধ্যে মূল জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শহরজুড়ে শুধু মিছিল আর মিছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ ও তাঁতী‌ লীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জনসভাস্থলে আসছেন।

সরকারদলীয় নেতাকর্মীরা রঙ্গিন রঙিন টি-শার্ট, মাথায় টুপি পরে মিছিল নিয়ে আসছেন। আশপাশের জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল বহর নিয়ে জনসভায় আসছেন। এমনকি ট্রেনে করেও আসতে শুরু করেছেন লোকজন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, নৌকা, নৌকা- স্লোগানে মুখরিত এখন রংপুর নগরী‌।

এছাড়া মঙ্গলবার রাতেই আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগ দিতে রংপুরে এসে অবস্থান করেন। বিকাল ৩ টায় জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর