thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বিশ্বকাপের সংশোধনী সূচিতে খেলতে রাজি পাকিস্তান

২০২৩ আগস্ট ০২ ১৪:৫৬:৩২
বিশ্বকাপের সংশোধনী সূচিতে খেলতে রাজি পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্বকাপ ২০২৩-এর সূচির সংশোধনী গ্রহণ করেছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ খবর দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল যে, সময়সূচিতে পরিবর্তন করা দরকার। সূত্রের মতে, পিসিবি আইসিসির প্রস্তাবে রাজি হয়েছে।

খবরে বলা হয়েছে, নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচের ভেন্যু বদলানো হবে না, শুধু তারিখ পরিবর্তন করা হয়েছে। আইসিসি শিগগিরই আপডেট সূচি ঘোষণা করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে। তবে শুধু এই ম্যাচের নয়, আরও কিছু ম্যাচের দিন বদল আসতে পারে। বাবর-রিজওয়ানদের অন্তত দুটি ম্যাচের দিন বদলেছে। তবে ভারতীয় বোর্ড বা আইসিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।

১৫ অক্টোবর নবরাত্রি উৎসবের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা কঠিন হতো বলে জানানো হয়েছিল এর আগে। আহমদাবাদে বড় করে এই উৎসব পালন করা হয়। সে কারণে ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তার সমস্যা হতে পারত। এ ছাড়া পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। সেই ম্যাচের দিনবদল হয়েছে। পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ হবে ১০ অক্টোবর।

এই ম্যাচের দিন বদলের কারণও ভারত-পাকিস্তান ম্যাচের সূচিবদলে যাওয়ায়। কেননা ১২ অক্টোবর হায়দরাবাদে খেলে, ১৪ অক্টোবর আহমদাবাদে ভারতের বিপক্ষে খেলতে নামা পাকিস্তানের জন্য কঠিন হতে পারত। সেই কারণে ১০ অক্টোবর খেলে নিতে চাইছে পাকিস্তান। এর ফলে তিন দিন বিশ্রামের সময় পাবেন বাবররা।

এই দুটি ম্যাচ ছাড়া আরও কিছু ম্যাচের দিন বদল হতে পারে বলে জানা গেছে। ফলে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আরও একবার বিশ্বকাপের সূচি প্রকাশিত করা হতে পারে।

নতুন সূচিতে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ-

৬ অক্টোবর - হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে
১০ অক্টোবর - হায়দরাবাদে শ্রীলংকার বিপক্ষে
১৪ অক্টোবর - আহমেদাবাদে ভারতের বিপক্ষে
২০ অক্টোবর - বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে
২৩ অক্টোবর - চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে
২৭ অক্টোবর - চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
৩১ অক্টোবর - কলকাতায় বাংলাদেশের বিপক্ষে
৪ নভেম্বর - বেঙ্গালুরু নিউজিল্যান্ডের বিপক্ষে (দিনের ম্যাচ)
১২ নভেম্বর - কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর