thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

মশা না কমলে ডেঙ্গু কমবে না: স্বাস্থ্যমন্ত্রী  

২০২৩ আগস্ট ০২ ১৯:৩১:২৯
মশা না কমলে ডেঙ্গু কমবে না: স্বাস্থ্যমন্ত্রী  

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডেঙ্গুতে কর্মক্ষম মানুষই বেশি মারা যাচ্ছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে। তবে হাসপাতালগুলোতে বেড ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, মশা না কমলে ডেঙ্গু কমবে না বরং আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তা নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।

মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে। একই স্প্রে বার বার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ডেঙ্গু নিরাময় টিকার কোনো ব্যবস্থা থাকলে অবশ্যই নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর