thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বার্সার পরে জুভেন্তাসের কাছেও হারলো রিয়াল 

২০২৩ আগস্ট ০৩ ১৩:১০:৪৯
বার্সার পরে জুভেন্তাসের কাছেও হারলো রিয়াল 

দ্য রিপোর্ট ডেস্ক:প্রাক-মৌসুম সফরের শেষটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পর ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের কাছেও হারল তারা।

এবারও তিন গোল হজম করে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৩-১ গোলের জয় পায় জুভেন্তাস। রেফারি বাঁশি বাজার প্রথম মিনিটেই তুরিনের বুড়িদের এগিয়ে দেন ময়সে কিন। ওয়েস্টন ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে এলেও কিন কোনো ভুল করেননি। ফিরতি শটে ঠিকই খুঁজে নেন জালের ঠিকানা।

ম্যাকেনি এরপর গোল করতে সাহায্য করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট ও কিংবদন্তি ফুটবলারজর্জ উইয়ার ছেলে টিমোথি উইয়াকে। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সদ্যই জুভেন্তাসে যোগ দেওয়া এই ফরোয়ার্ড।

বিরতির আগে অবশ্য এক গোল শোধ করে রিয়াল। ৩৮তম মিনিটে টনি ক্রুসের পাস থেকে বেশ চতুরতার সঙ্গে জুভেন্তাস গোলরক্ষক ভয়চেক সেজনিকে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে রদ্রিগোর ফ্রি-কিক জুভেন্তাসের দেয়ালের কাছে প্রতিরোধ্য হলে সমতায় ফেরার সুযোগ হারায় রিয়াল। উল্টো যোগ করা সময়ে জুভেন্তাসের হয়ে ব্যবধান বাড়ান দুসান ভ্লাহোভিচ।

প্রাক মৌসুম সফর শেষ এখন স্পেনে ফিরবে রিয়াল। আগামী ১২ আগস্ট লা লিগার উদ্বোধনী ম্যাচে আতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে তারা। অন্যদিকে জুভেন্তাস মৌসুম শুরু করবে সিরি’আয় উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর