thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

একতরফাভাবে এই রায় ঘোষণা করা হয়েছে:   মির্জা ফখরুল

২০২৩ আগস্ট ০৩ ১৪:৫৬:৩৪
একতরফাভাবে এই রায় ঘোষণা করা হয়েছে:   মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ওপর কারাদণ্ডের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে তারেক-জোবাইদাকে সাজা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তারা আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে। ’

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি ও বিএনপির এক দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মাত্র ১৬ কার্যদিবসে এই রায় দেওয়া হলো। একতরফাভাবে এই রায় ঘোষণা করা হয়েছে। এক দফা দাবি থেকে দূরে সরাতেই এ রায়, কিন্তু এসব করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলনের বিজয় না দেখে জনগণ ঘরে ফিরে যাবে না। ’

ফরমায়েশি রায়ের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাদজুমা সারাদেশের সব নগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল।

ভয় দেখিয়ে ও ভীতি ছড়িয়ে এই সরকার টিকে থাকতে চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর অমানবিক আচরণ করা হয়েছে। ’ নুরের ওপর আক্রমণের নিন্দা জানান মির্জা ফখরুল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর