thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশের উন্নয়ন নিয়ে খুশি ব্রিটিশ হাই কমিশনার: আইনমন্ত্রী 

২০২৩ আগস্ট ০৩ ১৯:০৫:৫৭
বাংলাদেশের উন্নয়ন নিয়ে খুশি ব্রিটিশ হাই কমিশনার: আইনমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে খুশি ব্রিটিশ হাই কমিশনার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেছেন, বাংলাদেশের অনেক আইনি অবকাঠামো ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশের আইন-সংশ্লিষ্টদের যুক্তরাজ্যে প্রশিক্ষণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, বৈঠকে সারাহ কুক বলেছেন, তিনি খুব ইন্টারেস্টিং একটা সময়ে বাংলাদেশে এসেছেন, সামনে নির্বাচন। মন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে তাকে বলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয় কোনও আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী যেহেতু বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন, তাই তারা এ বিষয়ে আলোচনা করবেন।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর