thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

"সরকারের আমলে অবাধ নির্বাচন পাগলেও বিশ্বাস করে না"

২০২৩ আগস্ট ০৫ ১৮:৫০:৩১

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এই সরকারের আমলে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে সেটি পাগলেও বিশ্বাস করে না। মানুষ কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, ব্যালট বাক্সে দিতে পারে না।

গোপন কক্ষে সরকারি দলের লোক দাঁড়িয়ে থাকে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

শনিবার (৫ আগস্ট) ‘সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসূফ সেলিমসহ গ্রেপ্তারকৃত সব রাজবন্দিদের মুক্তির দাবিতে’ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে জেএসডিরসভাপতি আ স ম আবদুর রব বলেন, আপনারা (আওয়ামী লীগ) জ্বালাও-পোড়াও এর কথা বলেন, দেশের অর্থনীতির কথা বলেন, সেই আপনারাই ৩৬৫ দিনের বছরের ১৭৩ দিন হরতাল করেছেন। হোটেল শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে কে? লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে কে? গত ৫০ বছরে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন ব্যবস্থা এই দেশে করা গেল না।

জেএসডিরসভাপতি বলেন, যারা লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। লুটেরারা জামিন পায়, কিন্তু খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হয়েও জামিন পান না। তার অপরাধ তিনি বেশি জনপ্রিয়, তার সমর্থন বেশি।

রেডিওটুডে/এমএমএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর